• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নার্সের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ এপ্রিল ২০২১, ২২:১৯
A nurse who sent her jailed husband videos threatening to kill Kamala Harris charged after the Secret Service intercepted them
মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হত্যার হুমকি দেয়ায় এক নার্সকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওই নার্সের নাম নিভায়ানে পেটিট ফেলপস।

ফ্লোরিডার দক্ষিণাঞ্চলের একটি জেলা আদালতে সেখানকার নার্স ফেলপসের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ দায়ের হয়েছিল গত ফেব্রুয়ারিতে।

অভিযোগে বলা হয়, গত ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফেলপস ইচ্ছাকৃতভাবে এবং সজ্ঞানে মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যা এবং শারীরিক ক্ষতি করার হুমকি দেন।

এরপর মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যদের তদন্তের পর ওই নার্সকে শনিবার গ্রেপ্তার করা হয়।

ফেলপস ২০০১ সাল থেকে জ্যাকসন হেলথ সিস্টেমে কর্মরত আছেন। তার বিরুদ্ধে হ্যারিসকে হত্যার হুমকির অভিযোগ আনা হয়েছে।

আদালতে অভিযোগপত্রে বলা হয়েছে, ফেলপস কারাবন্দিদের কাছে ভিডিও বার্তা পাঠানোর মাধ্যম তার স্বামীর কাছে একাধিক ভিডিও পাঠিয়ে ছিলেন।

স্বামীর কাছে পাঠানো একটি ভিডিওতে ফেলপস বলেন, ‘কমলা হ্যারিস আপনি মরতে যাচ্ছেন। ইতোমধ্যে আপনার দিনগণনা শুরু হয়েছে। ১৮ ফেব্রুয়ারি আরেকটি ভিডিওতে তিনি বলেন, আমি বন্দুক তুলে নিতে যাচ্ছি...। ঈশ্বরের কসম, আজই আপনার দিন। আপনি মরতে যাচ্ছেন... আজ থেকে ৫০ দিন। এই দিনটিকে লিখে রাখুন।

প্রসঙ্গত, ৫৬ বছর বয়সী কমলা হ্যারিস গত বছরের ৪ নভেম্বর প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন ও প্রথম দক্ষিণ-এশীয় আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।

টিএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh