• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

জাজানে মিসাইল ছুড়লো হুতিরা, রুখে দিল সৌদি জোট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ এপ্রিল ২০২১, ১৬:৫৮
Arab coalition destroys Houthi ballistic missile fired toward Jazan
ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি (সংগৃহীত)

জাজানের সাধারণ মানুষ ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে শুক্রবার হুতি বিদ্রোহীদের ছুড়ে মারা একটি ব্যালিস্টিক মিসাইল রুখে দিয়েছে সৌদি জোট।

জোটের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্রোহীলা ইচ্ছাকৃতভাবেই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এই মিসাইল উৎক্ষেপণ করে। পুরো প্লানিং করে বিস্তৃত এলাকার ক্ষয়ক্ষতি সাধন করতেই শক্তিশালী মিসাইলটি ছুড়েছিল তারা।

সৌদি জোট আরও জানায়, তারা আন্তর্জাতিক মানবিক আইন মেনেই বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য হুতিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে।

এর আগে বৃহস্পতিবারও সৌদি আরবের ওপর হামলা চালায় হুতিরা। ওইদিন সৌদি আরবের দিকে হুতিদের উৎক্ষেপিত ৫টি ব্যালিস্টিক মিসাইল এবং ৪টি বিস্ফোরকবাহিত ড্রোন ধ্বংস করে সৌদি জোট। তার পরদিনই জাজানের ওপর এই হামলা চালালো হুতিরা।

সৌদি জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি জানান, ইয়েমেনের সা’দাহ প্রশাসনিক এলাকা থেকে এই হামলা চালাচ্ছে হুতিরা। সূত্র : আরব নিউজ

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh