• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

২৩ হাজার বন্দিকে মুক্তি দিলো মিয়ানমারের জান্তা সরকার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ এপ্রিল ২০২১, ১৫:২১
Myanmar releases prisoners for New Year, though likely not dissidents
সংগৃহীত

মিয়ানমারের জান্তা সরকার ২৩ হাজার ১৮৪ জন কারাবন্দিকে মুক্তি দিয়েছে। নতুন বছর উপলক্ষ্যে সাধারণ ক্ষমা আওতায় শনিবার এসব বন্দিদের মুক্তি দেয়া হয়। দেশটির কারা বিভাগের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর গ্রেপ্তার হওয়া কিছু মানুষও থাকতে পারে। শনিবার মিয়ানমারের নতুন বছরের প্রথম দিন। এ উপলক্ষ্যে পাঁচ দিনব্যাপী উৎসবের শেষদিনও এদিন। এদিন দেশটির মানুষজন বৌদ্ধ মন্দিরে যায় এবং জল ছোড়া খেলে এবং রাস্তায় পার্টি করে।

তবে গণতন্ত্রপন্থী অধিকার এ বছর নতুন বছরের উৎসব পরিহার করতে মানুষজনের প্রতি আহ্বান জানায়। এর পরিবর্তে দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে সামিল হতে আহ্বান জানায়। গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থান ঘটিয়ে অং সান সু চির সরকারকে উৎখাত করে মিয়ানমারের সেনাবাহিনী।

অধিকার গ্রুপ অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানিয়েছে, অভ্যুত্থানের ঘটনায় সু চিসহ ৩ হাজার ১৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কারা বিভাগের মুখপাত্র কিয়াও তুন ও বলেছেন, মুক্তি পাওয়াদের অধিকাংশ ১ ফেব্রুয়ারির আগে বন্দি হয়েছিলেন। তবে ১ ফেব্রুয়ারির পরে বন্দি হওয়া ব্যক্তিও রয়েছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ১৩ বিজিপি সদস্য
‘এক বন্ধুকে খুশি করতে অন্যের বিরাগভাজন হতে পারি না’
পালিয়ে এলেন মিয়ানমারের আরও ৪৬ সীমান্তরক্ষী
নাইক্ষ্যংছড়ি দিয়ে রাতে বাংলাদেশে ঢুকল বিজিপির ৫০ সদস্য
X
Fresh