• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

লাগামছাড়া করোনা, এক চিতায় পোড়ানো হলে পাঁচ লাশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ এপ্রিল ২০২১, ১৪:২০
Five bodies cremated on single pyre in Surat
সংগৃহীত

ভারতে করোনা পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, কোথাও কোথাও চিতা ২৪ ঘণ্টা ধরেই জ্বলছে। তারপরও যেন লাশের স্তুপ বাড়ছেই। প্রতিদিন রেকর্ড পরিমাণ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে দেশটিতে। বাড়ছে মৃত্যুর সংখ্যা। প্রতিদিনই বিগত দিনের চেয়ে বেশি মানুষের মৃত্যু হচ্ছে। তাই হিমশিম খেতে হচ্ছে শ্মশানগুলোকে।

তেমনই এক হৃদয় বিদারক চিত্র উঠে এসেছে দেশটির গুজরাটের ‍সুরাট থেকে। সেখানকার একটি শ্মশানের কর্মীরা লাশ পোড়াতে হিমশিম খাচ্ছে। এমতাবস্থায় অস্থায়ী একটি চিতায় একসঙ্গে পাঁচটি মৃতদেহ পোড়ানো হয়েছে। কারণ পোড়ানোর অপেক্ষায় রয়েছে আরও মরদেহ।

গুজরাটে প্রতিদিনই শ্মশানে আগুন জ্বলছে। তাই সরকারি হিসাবে মৃতের যে সংখ্যা বলা হচ্ছে, প্রকৃত চিত্র তার চেয়ে ভিন্ন। ‍মৃতদেহ পোড়ানোর ছাই যাতে কম হয়, তাই এক চিতায় এমনভাবেই পোড়ানো হচ্ছে দেহ।

মধ্যাঞ্চলীয় গুজরাটের সবচেয়ে বড় হাসপাতাল বাদোদারার এসএসজি হাসপাতালের আইসিইউতে গত ৯ দিনে ১৮০ জনের মৃত্যু হয়েছে। বাদোদারার জিএমইআরএস মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতেও মৃত্যুর চিত্র একই।

সরকারি এই দুটি হাসপাতালে গত এক সপ্তাহে ৩৫০ জনের মতো ব্যক্তির মৃত্যু হয়েছে। অথচ সরকারি হিসাবে, গত বছর থেকে এ পর্যন্ত পুরো বারোদারা জেলায় ৩০০ জনের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুজরাটের বিপক্ষে দিল্লির ব্যাট টু ব্যাক জয়
প্রতিশোধ নিতে দিল্লিকে ব্যাটিংয়ে পাঠালো গুজরাট
পাঞ্জাবকে হারিয়ে গুজরাটের চতুর্থ জয়
গুজরাটকে সহজ লক্ষ্য দিলো পাঞ্জাব
X
Fresh