• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নাইজেরিয়ার দামাসাক থেকে পালিয়েছে ৬৫ হাজার মানুষ : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ এপ্রিল ২০২১, ২১:৫০
Tens of thousands flee attacks on northeast Nigerian town- UN
সংগৃহীত ছবি

সশস্ত্র জঙ্গিদের একাধিক হামলার ঘটনায় উত্তর-পূর্ব নাইজেরিয়ার শহর দামাসাক থেকে প্রায় ৬৫ হাজার লোক পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

শুক্রবার এক বিবৃতিতে ইউএনএইচসিআর জানায়, তথাকথিত জঙ্গি গোষ্ঠী পশ্চিম আফ্রিকা প্রদেশ ইসলামিক স্টেট (আইএসডব্লিউএপি) বোর্নো রাজ্যে হামলা চালায়। এক সপ্তাহে তিনবার চালানো সে হামলা তারা শহরের সেনা রেজিমেন্ট, ঘরবাড়ি এবং একটি জাতিসংঘের অফিস জ্বালিয়ে দেয়। এ সময় তারা কমপক্ষে ১২ জনকে হত্যা করেছে।

সামরিক সূত্র ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, জঙ্গিরা সর্বশেষ সহিংসতা চালায় বুধবার। শহরে ফিরে আসতে বাধ্য হওয়ার আগে তারা সেনা রেজিমেন্টে আক্রমণ করে।

ইউএনএইচসিআর এর মুখপাত্র বাবর বালুচ জানান, গত সাতদিনের মধ্যে তৃতীয়বারের মতো বুধবার (১৪ এপ্রিল) সর্বশেষ হামলার পর শহরটির স্থানীয় বাসিন্দাসহ সেখানে বসবাসরত অন্তত ৬৫ হাজার মানুষ পালাতে বাধ্য হয়েছে। সূত্র : আল জাজিরা

টিএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh