• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

অপহৃত মেয়েদের ভিডিও প্রকাশ করল বোকো হারাম

অনলাইন ডেস্ক
  ১৫ আগস্ট ২০১৬, ১৫:৩১

দু’বছর আগে অপহৃত স্কুলছাত্রীদের ভিডিও প্রকাশ করল নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। ভিডিওতে চিবোক শহরের স্কুল থেকে অপহরণ হওয়া কয়েকজন কিশোরীকে দেখা গেছে।

ভিডিওতে একজন বোকো হারাম যোদ্ধা চিবোক কিশোরীদের ফিরিয়ে দেয়ার বিনিময়ে কারাগারে আটক বোকো হারাম যোদ্ধাদের মুক্তির দাবি জানিয়েছে।

এ সময় প্রায় ৫০ জন হিজাব পরা মেয়েকে ঐ যোদ্ধার পেছনে বসে থাকতে দেখা যায়।

ভিডিওতে এক কিশোরীর সাক্ষাৎকার নিতে দেখা যায়।

কিশোরী বলেন, তার নাম মাইদা ইয়াকুবু। সে চিবোকে বাস করত। সে তার বাব-মাকে সরকারের সাথে কথা বলার অনুরোধ জানায়। যাতে তারা বাড়িতে ফিরতে পারে।

২০১৪ সালের ১৪ এপ্রিল নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নিও রাজ্যের চিবোক এলাকার স্কুল থেকে ২৭৬ জন ছাত্রীকে তুলে নিয়ে যায় বোকো হারাম জঙ্গিরা। তাদের মধ্যে ২১৯ জন এখনও জীবিত আছে বলে ধারণা করা হয়।

নাইজেরিয়া সরকার অপহৃত কিশোরীদের উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছে সাহায্য কামনা করেছিল। কিন্তু এরপরও ওই কিশোরীদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh