• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

আরটিভি অনলাইন ডেস্ক

  ১২ এপ্রিল ২০১৭, ১৭:০৯

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার প্রায় ৮শ’ কিলোমিটার দক্ষিণে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার ভোরে আঘাত আনা এ ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৬ দশমিক ০।

এতে অনেক ঘরবাড়ি ধসে পড়েছে। ভূমিকম্পের সময় লোকজন প্রাণভয়ে ফাঁকা রাস্তায় নেমে আসে।

দেশটির কর্তৃপক্ষ জানায়, এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া না গেলেও লানাও ডেল সুরের বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পানির পাইপ ফেটে যায়।

দুর্যোগ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় ভোর ৫ টা ২১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

প্রাদেশিক দুর্যোগ কর্মকর্তা ফ্রান্সিস গার্সিয়া এবিএস-সিবিএন টেলিভিশনকে বলেন, লোকজন এ সময় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং ঘরের বাইরে চলে যায়।

এসময় ১৬টি নগরীতে ভূকম্পন অনুভূত হয়। এতে বিভিন্ন সড়কে ফাটল দেখা দিয়েছে এবং বহু ঘরবাড়ির ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারী ভূকম্পন অধিদপ্তর।

এপি / এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh