• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

উপাসনায় বিঘ্ন ঘটছে তাই মসজিদের মাইকের তার কেটে দিল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ এপ্রিল ২০২১, ১৬:৪৬
Jordan slams Israeli violations at Al-Aqsa complex, rtv
সংগৃহীত ছবি

পবিত্র আল-আকসা মসজিদে কদিন আগে ফিলিস্তিনি মুসলিমদের নামাজ পড়তে দেয়নি দখলদার ইহুদিবাদী ইসরায়েল।

এবার ইসরায়েলি প্রশাসন জেরুজালেমের এই পবিত্র মসজিদটির মিনারের দরজায় তালা লাগিয়ে দিয়েছে। এমনকি আজান দিতে বারণ করে মাইকের তারও কেটে দিয়েছে ইহুদীরা। তাও আবার প্রথম রোজার (মঙ্গলবার) দিনেই।

ইহুদিবাদী ইসরায়েলের পুলিশ জানায়, আজানের কারণে নাকি ইহুদিদের উপাসনায় বিঘ্ন ঘটছে। তাই মিনার থেকে মাইকে আজান দেয়া যাবে না।

খুনী ইসরায়েলের এমন আচরণে তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান। ইসরায়েলের পুলিশ জর্ডান পরিচালিত জেরুজালেম ওয়াকফ এবং আল আকসাবিষয়ক বিভাগের কর্মকর্তাদের নানাভাবে হয়রানি করছে বলেও খবর পাওয়া গেছে।

জর্ডান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাইফুল্লাহ আল-ফায়েজ বলেন, ইসরায়েল আন্তর্জাতিক নিয়ম ভেঙে ঐতিহাসিক স্থাপনায় বর্বরতা চালাচ্ছে। এতে গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমদের মনে আঘাত ও উসকানি দিচ্ছে।

১৯৬৭ সালে ফিলিস্তিনে দখলদারিত্ব শুরুর পর এই প্রথম আল আকসায় আজান দেয়া বন্ধ করল ইসরায়েল।

উল্লেখ্য, আল-আকসা মুসলিমদের তৃতীয় সর্বোচ্চ পবিত্র মসজিদ। ইহুদিরা এই স্থানটিকে ‘টেম্পল মাউন্ট’ বলে সম্বোধন করে। তাদের দাবি ওই স্থানে নাকি প্রাচীনকালে দুটি ইহুদি মন্দির ছিল। সূত্র : আনাদুলু এজেন্সি

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh