• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মোদির জামানায় ভালো হবে না ভারত-পাকিস্তান সম্পর্ক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ এপ্রিল ২০২১, ১৫:০৭
Crises between India and Pakistan likely to intensify says US Intelligence Report
সংগৃহীত

আগামী দিনগুলোতে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত আরও বাড়তে পারে। মার্কিন কংগ্রেসে জমা দেয়া বার্ষিক হুমকি পর্যালোচনা প্রতিবেদনে এমনটাই জানিয়েছে অফিস অব দ্য ডাইরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ওডিএনআই)। তারা জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে হয়তো যুদ্ধ হবে না। তবে দুই দেশের মধ্যে সংঘাত আরও বাড়তে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত আগের যেকোনো সময়ের চেয়ে পাকিস্তানের প্ররোচনার জবাব অনেক বেশি দিচ্ছে। সামনের দিনগুলোতে তা আরও বাড়বে। এর ফলে দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘাত আরও বাড়তে পারে। কাশ্মীরের কিছু এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ এই সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পরই দুই দেশ একে অপরের রাষ্ট্রদূত ফিরিয়ে নিয়েছে। যদিও ভারত বলছে, সন্ত্রাস ও সহিংসতার জায়গায় পাকিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় দিল্লি। কিন্তু ইসলামাবাদের কার্যকলাপের প্রতিক্রিয়ায় একাধিক অপ্রীতিকর সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে ভারত।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের লোকসভা নির্বাচনে শুক্রবার থেকে ভোটগ্রহণ
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
শনিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা
ভারতের হাইব্রিড পিচে খেলা হচ্ছে না মোস্তাফিজের
X
Fresh