• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কাশ্মীর নিয়ে গোপন বৈঠক করেছিল ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ এপ্রিল ২০২১, ১২:৪৯
India, Pakistan held secret talks on Kashmir in January
সংগৃহীত

কাশ্মীর ইস্যু সমাধান করতে গোপন বৈঠক করেছিল ভারত ও পাকিস্তান শীর্ষ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তারা। গত জানুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক সম্পর্কে অবগত ব্যক্তিরা বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন।

কাশ্মীরের পুলাওয়ামায় ২০১৯ সালে আত্মঘাতী হামলার পর পরমাণু অস্ত্রসমৃদ্ধ দেশ দুটির সম্পর্ক অনেকটা শীতল। ওই হামলায় পাকিস্তান ভিত্তিক যোদ্ধারা জড়িত ছিল, এমন অভিযোগ তুলে একই বছর পাকিস্তানের ভেতর ঢুকে বিমান হামলা চালায় ভারত।

পরে বছরের শেষদিকে ভারতশাসিত কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যাতে করে মুসলিম অধ্যুষ্ঠিত অঞ্চলটির ওপর কেন্দ্রের নিয়ন্ত্রণ আরও জোরালো হয়। এরপর পাকিস্তান ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। বাতিল হয়ে যায় দ্বিপাক্ষিক বাণিজ্যও।

তবে কয়েকটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, সম্পর্ক স্বাভাবিক করতে পরবর্তী কয়েক মাস পেছনের দরজা দিয়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখে দুই দেশের সরকার। ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বের অন্যতম কারণ হচ্ছে কাশ্মীর। উভয় দেশই পুরো কাশ্মীর নিজেদের বলে দাবি করে।

ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) এবং পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টিলিজেন্সের (আইএসআই) কর্মকর্তারা ওই বৈঠকে মিলিত জন। বৈঠকটি সম্পর্কে অবগত দুজন ব্যক্তি জানিয়েছেন আমিরাত সরকারের সহায়তায় দুবাইয়ে তারা মিলিত হন।

এ বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনও মন্তব্য করেনি। মন্তব্য করেনি পাকিস্তানের সেনাবাহিনীও।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যান্ত্রিক ত্রুটি, ১৯ ঘণ্টা পর ছেড়ে গেল বিমানের ফ্লাইট
শাহিনের চোখে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান
৮৩৭ আফগান শরণার্থীকে ফেরত পাঠাল পাকিস্তান
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
X
Fresh