• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ক্লাসে আগুনে পুড়ে ২০ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ এপ্রিল ২০২১, ১০:০৬
20 children killed in school blaze in Niger
সংগৃহীত

ক্লাসরুমে আগুন লাগার ঘটনায় একটি নার্সারি স্কুলের অন্তত ২০ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার নাইজারের রাজধানী নিয়ামেতে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টেলি সাহেলকে দমকল বাহিনীর প্রধান কর্নেল সিদি মোহামেদ বলেন, ক্লাসগুলো খড়ের তৈরি ছিল। আগুন লেগে সেগুলো পুড়ে যায়। এতে দুভার্গ্যজনকভাবে ২০ শিশুর মৃত্যু হয়েছে।

তবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি। সিদি জানিয়েছেন, নিহতদের মধ্যে বেশিরভাগই ছোট্ট শিশু। তিনি বলেন, খড়ের তৈরি ২১টি ক্লাসরুম পুড়ে গেছে। এতে ২০টি শিশু মৃত্যু হয়। উদ্ধারকর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন ভয়াবহ তীব্র ছিল। তাই শিশুরা পালাতে পারেনি।

ন্যাশনাল ট্রেড ইউনিয়ন অব কন্ট্রাকচুয়াল এজেন্টস অ্যান্ড সিভিল সার্ভেন্টস ইন বেসিক এডুকেশনের মহাসচিব হালিদৌ মৌনকাইলা বলেছেন, স্কুলের ৩৮টি ক্লাসের রুমের মধ্যে ২৫টিই পুড়ে গেছে। আর ২০ জনের মৃত্যু হয়েছে।

অগ্নিকাণ্ড ঘটা স্কুলটি নিয়ামের দক্ষিণাঞ্চলীয় এলাকায় অবস্থিত। এটা এয়ারপোর্টের কাছাকাছি অবস্থিত। মর্মান্তিক এমন দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাইজারের প্রধানমন্ত্রী ওহৌমৌদৌ মাহামাদৌ। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর ‘সমবেদনা’ জানিয়েছেন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সবার আগে যে দুই দেশে পালিত হলো ঈদ
X
Fresh