• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হত্যাকারীকে ক্ষমা করে দিলো নিহতের পরিবার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ এপ্রিল ২০২১, ১৭:৩৯
Murderer in UAE sentenced to death pardoned by victim's family
সংগৃহীত

রক্তমূল্য দিতে রাজি হওয়ায় এক হত্যাকারীকে ক্ষমা দিয়েছে নিহতের পরিবার। এরপর ৩৪ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে তাকে সাত বছরের কারাদণ্ড দেন সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আপিল কোর্ট। এশীয় বংশোদ্ভূত ওই ব্যক্তি তার রুমমেটকে হত্যা করায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।

এমনকি নিহত ব্যক্তির ভাতিজাকেও অ্যালকোহল পান করিয়ে হত্যার চেষ্টা করেছিল অভিযুক্ত ব্যক্তি। এখন ওই ব্যক্তির মৃত্যুদণ্ডের সাজা বাতিল হলে, তার কারাবাসের সাজার মেয়াদ শেষ হলে ওই ব্যক্তিদের তার নিজ দেশে ফেরত পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এর আগে নিহত ব্যক্তির উত্তরাধিকারদের রক্তমূল্য বাবদ ২ লাখ দিরহাম (প্রায় ৪৬ লাখ ১৪ হাজার টাকা) দিতে রাজি হন অভিযুক্ত ব্যক্তি। এরপরই তাকে ক্ষমা করে দেয় নিহতের পরিবার। এমন ঘটনার প্রেক্ষিতে আদালতও অভিযুক্ত ব্যক্তির মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে কারাদণ্ড দেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রান্নার একটি ছুরি দিয়ে তার রুমমেটকে হত্যা করে। এসময় তার রুমমেট ঘুমিয়ে ছিলেন। এমনকি নিহত ব্যক্তির ভাতিজার ওপর হামলা চালায় সে। পরে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে রেখে চিকিৎসা করাতে হয়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝালকাঠিতে নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
দেশে ফিরলেন রাষ্ট্রপতি
ডব্লিউটিও সম্মেলন সোমবার, কী চায় বাংলাদেশ? 
ফেনীতে পোলট্রি খামারি হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২
X
Fresh