• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দুই মিনিটের জন্য অপহরণ করে ৬ মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ এপ্রিল ২০২১, ১৬:৩৪
Mumbai youth get 6 months jail term for 2 minutes kidnap
সংগৃহীত

তার বিরুদ্ধে অভিযাগ ছিল যে, তিনি ৫ বছরের বাচ্চা মেয়েকে অপহরণ করেছেন। তবে অপহরণের ২-৩ মিনিটের মধ্যেই ২২ বছরের ওই যুবক ধরা পড়ে যায়। সম্প্রতি এই মামলায় ওই যুবককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন মুম্বাইয়ের এক আদালত। গত বছরের অক্টোবরে অপহরণের ঘটনাটি ঘটেছিল।

অপহরণের সময় নিজের বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিল ৫ বছরের মেয়েটি। মেয়েটির বাবা বাড়ির পাশে মোটরসাইকেল রাখছিলেন। এসময় তার মেয়েকে তুলে নিয়ে যেতে দেখতে পেয়ে ওই যুবককে ধরে ফেলেন বাবা। তবে আদালতে ওই যুবক দাবি করেছিল, একা দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটির খেয়াল রাখার জন্যই কোলে নিয়েছিল সে। যদিও আদালতে সেই যুক্তি টেকেনি। পরে বিচারক ওই যুবকের ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেন।

বিচারক বলেন, ওই যুবক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার পারিবারিক অবস্থা দেখে ৬ মাসের শাস্তি এবং ১ হাজার রুপি জরিমানা করা হয়েছে। একইসঙ্গে পকসো আইনে মামলা থেকে ওই যুবককে মুক্তি দিয়েছে আদালত। এ ব্যাপারে বিচারক বলেন, মেয়েটিকে কোলে নিলেও তার যৌন হয়রানির কোনও উদ্দেশ্য ছিল না ওই যুবকের।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আঙুরে বাংলাদেশের বর্ধিত শুল্ক তুলে নিতে আবেদন ভারতীয় চাষিদের
নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট খাদে বাস, নিহত ১০  
ভারতের নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতি নিয়ে যে মন্তব্য করল জাতিসংঘ
ভারতীয় পণ্য বয়কট নিয়ে কথা বললেন আব্দুল মোমেন
X
Fresh