• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চুরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় খরগোশ, চোরকে খুঁজছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ এপ্রিল ২০২১, ২১:৫৩
UK police hunt rabbit thief after giant celebrity pet Darius goes missing
সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় খরগোশ দারিয়ুস চুরি হয়েছে। এখন চোরের খোঁজ করছে পুলিশ। সবশেষ ইংল্যান্ডের স্টোলটনে খরগোশের খাঁচায় দেখা গিয়েছিল ৪ ফুট দৈর্ঘ্যের দারিয়ুসকে। পুলিশ জানিয়েছে, সপ্তাহান্তে বিশ্বের সবচেয়ে বড় এই খরগোশ নিখোঁজ হয়েছে। এখন তারা এটি খুঁজছে।

ওয়েস্ট মার্সিয়া পুলিশ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, উরচেস্টারশায়ারের স্টোলটনে নিজের বাড়ি থেকে চুরি যাওয়া অ্যাওয়ার্ড জয়ী খরগোশের ব্যাপারে আমরা তথ্য চাইছি। এই খরগোশ ব্যতিক্রমী, বস্তুত এটা ৪ ফুট লম্বা।

২০১০ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লেখায় দারিয়ুস। সবচেয়ে বড় খরগোশ হিসেব এই রেকর্ডের মালিক হয় সে। শনিবার রাতে মধ্যাঞ্চলীয় ইংল্যান্ডে একটি বাগান থেকে চুরি হয় দারিয়ুস।

দারিয়ুসের মালিক অ্যানেট এডওয়ার্ডস এক টুইট বার্তায় লিখেন, পুলিশ তার অ্যাওয়ার্ড জয়ী পোষ্যকে খুঁজতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। তবে কেউ যদি আমার পোষ্যকে নিরাপদে ফিরিয়ে দিতে পারে তবে তাকে ১ হাজার পাউন্ড পুরস্কার দেয়া হবে।

তিনি আরও লিখেন, এটা খুবই মন খারাপ করা একটি দিন। দারিয়ুসের এখন আর সন্তান জন্মদানের সক্ষমতা নেই। তাই দয়া করে তাকে ফিরিয়ে দিন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারের দোকানে ১০ লাখ টাকার মালামাল চুরি
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
হাওরে চুরি ৩ বৈদ্যুতিক টান্সফর্মার, ৪ চোর গ্রেপ্তার
X
Fresh