• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এডেন সাগরে নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ এপ্রিল ২০২১, ১২:০১
এডেন সাগর।

এডেন সাগরে একটি নৌকা ডুবে ৩৪ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। ইয়েমেন থেকে মধ্যপ্রচ্যের দেশগুলোতে যাওয়ার পথে আফ্রিকার শরণার্থী বোঝাই ওই নৌকাটি ডুবে যায়।

সোমবার (১২ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৪টার আফ্রিকার দেশ জিবুতির উপকূলে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়। অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) বিষয়টি নিশ্চিত করেছে।

ইয়েমেন থেকে দালালদের মাধ্যমে ৬০ যাত্রী নিয়ে নৌকাটি এডেন উপসাগরের জিবুতির উপকূলে ডুবে যায়। এতে নারী ও শিশুসহ ৩৪ জন মারা যান। জানালেন আইওএম কর্মকর্তা মোহাম্মদ আবদিক।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ বিধিনিষেধ ও কড়াকড়ির ফলে তারা সৌদি আরবে প্রবেশে ব্যর্থ হয়। এরপর তারা ইয়েমেনে আটকা পড়ে। সেখান থেকে ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটে।

সূত্র- আলজাজিরা।

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জন্মদিনে ‘জংলি’ হয়ে ধরা দিলেন সিয়াম
সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত
জনপ্রিয় সংগীতশিল্পী কমলেশ আর নেই
ইতিহাস বিকৃত করে সফল হয়নি বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh