• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

তাইওয়ানের আকাশে রেকর্ড পরিমাণ চীনা বোমারু বিমান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ এপ্রিল ২০২১, ১২:০২
Taiwan-'Record number' of China jets enter airspace, RTV
সংগৃহীত ছবি

তাইওয়ানের আকাশসীমায় রেকর্ড পরিমাণ সামরিক বিমান নিয়ে মহড়া দিয়েছে চীন।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তথাকথিত বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (এডিআইজেড) সোমবার পারমাণবিক বোমারু বিমানসহ ২৫টি জঙ্গি বিমান ওড়ায় চীন।

এই মহড়া চলতি বছরের সবচেয়ে আক্রমণাত্মক ও বৃহৎ বলে জানিয়েছে তাইওয়ান। তাইওয়ান ইস্যুতে চীন ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যের পরপরই এই মহড়া চালালো চীন।

বেইজিং বরাবরই তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসাবে দেখে আসছে। তবে, গণতান্ত্রিক তাইওয়ান নিজেকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে।

তাইওয়ার জানায়, সোমবারের ওই মহড়ায় ছিল ১৮টি জঙ্গিবিমান, ৪টি আনবিক অস্ত্র বহনকারী বোমারু বিমান এবং দুটি সাবমেরিন বিধ্বংসী এয়ারক্রাফট।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, চীনাকে পাল্টা জবাব দিতে তারাও যুদ্ধ বিমান ওড়ায়। চীনা বিমানগুলোর দিকে ক্ষেপণাস্ত্রও তাঁক করে রাখে তারা।

সূত্র : বিবিসি

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কয়েক ঘণ্টায় ৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান
তাইওয়ানে ভূমিকম্প : ৪ জনের মরদেহ উদ্ধার 
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল চীন-ফিলিপাইন-জাপানও
তাইওয়ান প্রশ্নে চীনের পাশে বাংলাদেশ
X
Fresh