• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত উত্তর কোরিয়া

আন্তর্জাতিক, আরটিভি অনলাইন

  ১১ এপ্রিল ২০১৭, ১৯:০০

যুক্তরাষ্ট্র হামলা চালালে যুদ্ধের জন্য প্রস্তুত উত্তর কোরিয়া। সম্প্রতি কোরীয় উপদ্বীপে মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপ মোতায়েনের প্রতিক্রিয়ায় এ কথা জানায় দেশটি।

স্ট্রাইক গ্রুপ মোতায়েনের জন্য যুক্তরাষ্ট্রের কঠোর নিন্দাও জানিয়েছে পিয়ংইয়ং।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, হামলা হলে উত্তর কোরিয়াকে শক্তিশালী অস্ত্র দিয়ে রক্ষা করা হবে।

গেলো শনিবার কার্ল ভিনসেনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপকে কোরীয় উপদ্বীপের কাছের পশ্চিম প্রশান্ত মহাসাগরে অনির্দিষ্টকালের জন্য মোতায়েনের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র।

এদিকে আরো ক্ষেপণাস্ত্র হামলা চালালে পিয়ংইয়ংকে আরো কঠোর নিষেধাজ্ঞার সতর্কতা দিয়েছে চীন-দক্ষিণ কোরিয়া।

চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সহযোগিতা না করলে চীনকে ছাড়া একাই উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র প্রতিরোধ করবে যুক্তরাষ্ট্র।

ব্রিটিশ পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, উত্তর কোরিয়ায় চীনের ব্যাপক প্রভাব রয়েছে। দেশটির পরমাণু ইস্যুতে সহযোগিতা করলে চীনের জন্যই খুব ভালো হবে। উল্টো হলে কারো জন্যই মঙ্গলজনক নয়। তবে উন প্রশাসনকে শায়েস্তা করতে কী পদক্ষেপ নেবেন তা জানাননি ট্রাম্প।

এর আগে যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে একের পর এক পরমাণু অস্ত্র ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh