• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ভারতে আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮৩৯

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ এপ্রিল ২০২১, ১১:৫৭

ভারতে করোনাভাইরাসে সংক্রমণ বাড়ছেই। রোববার (১১ এপ্রিল) সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গেলো ২৪ ঘণ্টায় ভারতে ১,৫২,৮৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ সময় মৃত্যু হয়েছে ৮৩৯ জনের। আর সুস্থ হয়েছে ৯০ হাজার ৫৮৪ জন।

এদিকে সংক্রমণ ঊর্ধ্বগতি রোধে দেশটির বিভিন্ন রাজ্যে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

শনিবার দিল্লি সরকারও নতুন বিধিনিষেধ আরোপ করেছে। করোনা সংক্রমণ প্রতিরোধে ৩০ এপ্রিল পর্যন্ত আরোপিত বিধিনিষেধ কার্যকর থাকবে।

নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ, সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া, বিনোদন, শিক্ষামূলক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগম করা যাবে না।

বর্তমানে দেশটির করোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে।

এদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে ঘিরে জনসভা ও গণজমায়েত হচ্ছে নিয়মিত। ফলে সেখানেও করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ এই নির্বাচনকে ঘিরে ঠিক মতো স্বাস্থ্যবিধি মানছেন না কেউই।

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
বিচারবিভাগে হস্তক্ষেপ : প্রধান বিচারপতিকে ইমরানের চিঠি
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
শেয়ারবাজারের পতন ঠেকাতে নতুন নিয়ম চালু
X
Fresh