• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পারমাণবিক বোমা বানিয়েই ছাড়বে ইরান!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ এপ্রিল ২০২১, ১০:৩৬
Iran tests advanced uranium enriching machines in new nuke deal breach, RTV
সংগৃহীত ছবি

পরমাণু চুক্তিতে ফিরে আসতে ভিয়েনায় যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের সঙ্গে আলোচনা চলছে ইরানের। এরই মধ্যে নিজেদের পারমাণবিক কর্মসূচি দেদারছে এগিয়ে নিচ্ছে দেশটি।

আলোচনা চলাকালিনই শনিবার দেশটি তেজস্ক্রিয় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরুর ঘোষণা দিয়েছে। এদিন নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ১৬৪ আইআর-৯ সেন্ট্রিফিউজের বাক্সগুলো আনুষ্ঠানিকভাবে বিজ্ঞানীদের হাতে তুলে দেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

আধুনিক এ সেন্ট্রিফিউজ প্রতিস্থাপনের মাধ্যমে পারমাণবিক বোমা তৈরির পথে আরও এক পদক্ষেপ এগিয়ে গেল ইরান।

ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আধুনিক এ সেন্ট্রিফিউজের মাধ্যমে ইউরেনিয়ামের সংযোগে যেমন বিদ্যুৎ তৈরি করা যায়; তেমনি পারমাণবিক অস্ত্রও বানানো যায়।

ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি জানান, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ খাতে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে আইআর-৯ সেন্ট্রিফিউজের মেকানিক্যাল পরীক্ষা। এটি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্ট্রিফিউজ।

তবে তেহরান বরাবরই বেসামরিক ব্যবহারের জন্য পরমাণুর সমৃদ্ধকরণের দাবি করে আসছে।

ইরানে ফার্সি ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম মাসের ২০ তারিখ জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস পালিত হয়।

গত শুক্রবার থেকেই দিবসটি পালন শুরু হয়েছে। ওইদিন ইস্ফাহানে এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৯টি পণ্য উন্মোচন করা হয়েছে।

পরদিন শনিবার পারমাণবিক ক্ষেত্রে আরও শতাধিক সাফল্য উন্মোচন করে দেশটি। সবমিলে ১৩৩টি পারমাণবিক সাফল্য উন্মোচন করেন প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রুহানি।

এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোয়ান্টাম, লেজার, নিউক্লিয়ার মেডিসিন এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ বিভিন্ন ক্ষেত্রে আরও অনেক প্রকল্প উদ্বোধন করেন। সূত্র : আলজাজিরা

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh