• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভারতে যাত্রীবাহী লরি খাদে পড়ে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ এপ্রিল ২০২১, ০৯:০০
ভারতে যাত্রীবাহী লরি খাদে পড়ে নিহত ১০
ভারতে যাত্রীবাহী লরি খাদে

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ইটাওয়াহ শহরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই লরি খাদে পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। শনিবার (১০ এপ্রিল) এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় যারা নিহত হয়েছেন তারা সবাই পুরুষ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ধর্মীয় এক অনুষ্ঠানে যোগ দিতে পাশের লাখনা জেলায় যাচ্ছিলেন সেসব যাত্রীরা। পথে চালক নিয়ন্ত্রণ হারানোর পর লরিটি ৩০ ফুট গভীর একটিন খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। আহত অবস্থায় ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অবস্থা বিবেচনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হবে।

জেলা পুলিশ অধিকারিক ব্রিজেশ কুমার সিং জানান, দুর্ঘটনার কবলে পড়লে অনেক যাত্রী খোলা লরি থেকে ছিটকে নিচে পড়ে যায়। অনেকে আটকা পড়ে গাড়িটির নিচে। কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

এ সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হতাহতদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এমআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
X
Fresh