• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সিরিয়ার ২০ শতাংশ যুদ্ধবিমান ধ্বংস : যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক, আরটিভি অনলাইন

  ১১ এপ্রিল ২০১৭, ১৬:৩৪

সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির যুদ্ধবিমানের ২০ শতাংশ ধ্বংসের দাবি করেছে ওয়াশিংটন।

বিমান ধ্বংসের পাশাপাশি জ্বালানি, গোলাবারুদ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাট্টিস। খবর সিএনএনের।
তিনি বলেন, সিরিয়া সরকারের রাসায়নিক হামলার পুনরাবৃত্তি না করার উপদেশ হিসেবেই এটি করা হয়েছে। এতে দেশটির সরকার আবারো রাসায়নিক হামলার চিন্তা করবে না বলে মনে করছেন তিনি।

বিদ্রোহী-নিয়ন্ত্রিত ইদলিবে রাসায়নিক হামলার অভিযোগে শুক্রবার শায়রাত বিমানঘাঁটিতে ৫৯টি টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়ে যুক্তরাষ্ট্র।
এতে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ নিহত হয় অন্তত ৯ জন। অবশ্য হামলায় বিমান বাহিনীর ৬টি মিগ টুয়েন্টি থ্রি বিমান ও কয়েকটি অবকাঠামো ধ্বংসের কথা বলছে রাশিয়া।


ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh