• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আল-আকসায় নামাজ পড়তে দেওয়া হচ্ছে না

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ এপ্রিল ২০২১, ১৭:১৩
Israeli police restrict entry of Muslims to Aqsa Mosque
সংগৃহীত ছবি

আল-আকসা মসজিদে মুসলিমদের নামাজ পড়তে দিচ্ছে না দখলদার ইসরায়েল। জেরুজালেমে অবস্থিত এই পবিত্রতম মসজিদে শুক্রবার ফিলিস্তিনিদের জুমার নামাজ পড়তে বাধা দেয় ইসরায়েলি বাহিনী।

পশ্চিমতীর ও জেরুজালেম থেকে আসা মুসল্লিদের আলআকসায় প্রবেশের অনুমতি নেই—এমন কথা বলে শুক্রবার তাদের বাড়ি পাঠিয়ে দেয় ইসরায়েলের পুলিশ।

ফিলিস্তিনের প্রাচীন শহরটিতে শুক্রবার একাধিক চেকপোস্ট বসিয়ে মুসল্লিদের আলআকসায় প্রবেশে বাধা দেয়া হয়। এ সময় ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের আটক করে বাসে তুলে পশ্চিমতীরে ফেরত পাঠায়।

একইভাবে অবরুদ্ধ গাজা থেকেও কোনো মুসল্লিকে আলআকসায় আসতে দেয়নি ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

দখলদার ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানায়, আল-আকসায় প্রবেশের অনুমতি না থাকায় ফিলিস্তিনিদের জুমার নামাজ পড়তে দেওয়া হয়নি।

১৯৬৭ সাল থেকে ইহুদিবাদী দেশ ইসরাইল আন্তর্জাতিক নীতি ভঙ করে পশ্চিমতীর, গাজা ও জেরুজালেমসহ একের পর এক ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে যাচ্ছে।

ইহুদিবাদী দখলদার ইসরায়েল ১৯৬৭ সাল থেকে অবৈধভাবে ফিলিস্তিনের ভূমি দখল করে ফিলিস্তিনিদের ওপর দমন-নিপীড়ন ও হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। সূত্র : আনাদুলু এজেন্সি

টিএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh