• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করোনায় আক্রান্তের রেকর্ড ভারতে, শত শত প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ এপ্রিল ২০২১, ১৬:৪৪
india sees highest daily surge of 145384 cases records 794 deaths in last 24 hours
সংগৃহীত ছবি

দিন যত গড়াচ্ছে, ততই যেন করোনা গ্রাস করছে ভারতকে। দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। তারই জেরে গত ৪ দিন ধরে দৈনিক লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে পার্শ্ববর্তী দেশটিতে। এরই মধ্যে নতুন রেকর্ড। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৩৮৪ জন। মৃত্যু হয়েছে ৭৯৪ জনের।

দ্বিতীয় পর্যায়ে যত মানুষ আক্রান্ত হচ্ছে প্রথম পর্যায়ে কিন্তু তত মানুষ আক্রান্ত হয়নি। সব মিলিয়ে এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩২ লাখ ৫ হাজার ৯২৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১৯ লাখ ৯০ হাজার ৮৫৯ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার অনেকটাই কম।

দেশে এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা ১০ লাখ ৪৬ হাজার ৬৩১। এখনও পর্যন্ত দেশটিতে করোনায় প্রাণ গেছে ১ লাখ ৬৮ হাজার ৪৩৬ জনের। সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। গত ১৫ দিনে মহারাষ্ট্রে সংক্রমণ রীতিমতো লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

নির্বাচনী রাজ্য পশ্চিমবঙ্গের কলকাতায়ও বৃদ্ধি পেয়েছে কোভিড। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মহানগরে এক লাফে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৮৭ হয়েছে। সংক্রমিত ও মৃতের সংখ্যা প্রায় দ্বিগুণ হওয়ায় উদ্বেগ বেড়েছে রাজ্যটিত। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

টিএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh