• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পশ্চিমবঙ্গে চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ এপ্রিল ২০২১, ০৯:০৫
The fourth phase of voting is going on in West Bengal
পশ্চিমবঙ্গে চতুর্থ দফার ভোটগ্রহণ

ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যের বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে। শনিবার (১০ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টায় রাজ্যের ৫ জেলার ৪৪টি বিধানসভা আসনে ভোট শুরু হয়। শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

এদিকে ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। উত্তরবঙ্গের কোচবিহার জেলার ৯টি এবং আলিপুরদুয়ারের ৫টি বিধানসভা আসনের সব ক’টিতেই ভোটগ্রহণ চলছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনের মধ্যে ১১টি, হাওড়া জেলার ১৬টির মধ্যে ৯টি এবং হুগলির ১৮টির মধ্যে ১০টি আসনেও ভোটগ্রহণ হচ্ছে।

এ দফায় অভিনেতা-অভিনেত্রীসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৪৫ প্রার্থী। ভাগ্য নির্ধারণ হবে অভিনেতা যশ দাশগুপ্ত, কাঞ্চন মল্লিক, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার, লাভলী মৈত্রী, লকেট চট্টোপাধ্যায় মতো তারকা প্রার্থীদের। আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফায় ৪৫টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৭ মার্চ প্রথম দফা, ১ এপ্রিল দ্বিতীয় দফা এবং ৬ এপ্রিল তৃতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট আট দফায় এবার রাজ্যটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
X
Fresh