• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

অ্যাম্বুলেন্সে করোনা রোগীকে রেখেই রাস্তায় দাঁড়িয়ে জুস খেলেন তিনি!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ এপ্রিল ২০২১, ০৯:০০
health worker dressed in ppe kit waits for his order of juice after stopping an ambulance carrying a covid patient
সংগৃহীত

ক্রমেই বিশ্বের বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি খারাপ হচ্ছে। ভারতে অবস্থা তো খুবই ভয়াবহ। দেশটিতে একদিনে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ আক্রান্তও হয়েছে। তারপরও যেন মানুষজনে টনক নড়ছে। এরই মধ্যে একজন অ্যাম্বুলেন্স যা করলেন তাতে চোখ কপালে উঠছে সবার।

পিপিই কিট পরা অবস্থায় রাস্তায় অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে আখের রস খাচ্ছেন সেটিরই ড্রাইভার। মাস্কও নামিয়ে রেখেছেন গলার কাছে। তার থেকেও বিস্ময়কর হলো যে ওই অ্যাম্বুলেন্সে একজন করোনা রোগী ছিল। তিনি ভেতরে অপেক্ষা করছেন কারণ চালক জুস খাচ্ছে! মধ্যপ্রদেশের শাহদোল জেলায় এমন ঘটনা ঘটেছে।

আরও পড়ুন... ভয়ংকর সংকটে উ. কোরিয়া, মরতে পারে লাখ লাখ মানুষ

এসময় জুসের দোকানে দাঁড়িয়ে থাকা অপর এক ব্যক্তি ওই চালককে প্রশ্ন করলে, উল্টো নিজের কাজকেই সমর্থন করেন তিনি। ওই চালক বলেন, আমার তো করোনা নেই। আমি শুধু করোনা রোগীকে নিয়ে যাচ্ছি। আমাকে খেতে দিন।

অপর ব্যক্তি নিজেই সেখানে দাঁড়িয়ে পুরো ঘটনাটি মোবাইলে ভিডিও করেন। এরপর মাস্ক কেন নামিয়ে রেখেছেন তা জানতে চান। পরে ভিডিওতে দেখা যায় তিনি মাস্ক পরছেন। অ্যাম্বুলেন্সে চালকের এক সহযোগীও পিপিই পরেই বসেছিলেন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
মায়ের বান্ধবীকে বিয়ে, অন্তরঙ্গ ছবি প্রকাশ করে যা লিখলেন বিরসা
চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
X
Fresh