• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নাইজেরিয়ায় রুটিন অভিযানে গিয়ে লাশ হয়ে ফিরলেন ১১ সেনা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ এপ্রিল ২০২১, ১৭:২০
Eleven soldiers killed in attack in Nigeria's Benue state, RTV
সংগৃহীত ছবি

আততায়ীদের হামলায় নাইজেরিয়ায় সেনাবাহিনীর এক অফিসারসহ ১০ সৈনিক নিহত হয়েছে। দেশটির বেনু রাজ্যে বৃহস্পতিবার (৮ এপ্রিল) এই ঘটনা ঘটে।

নাইজেরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে হামলাকারীদের বিরুদ্ধে সুস্পষ্ট ব্যবস্থা গ্রহণ করা হবে। সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ এরিমা বলেন, রুটিন অভিযান পরিচালনার সময় প্রাথমিকভাবে সেনারা নিখোঁজ হয়। এরপর অনুসন্ধান এবং উদ্ধারকারী দল তাদের মৃতদেহ খুঁজে পায়।

ঘটনার হোতাদের খুঁজে বের করতে কাজ চলেছে জানিয়ে তিনি বলেন, এই ধরনের ঘৃণ্য অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। এই ঘটনাকে ‘বিনা উসকানিতে’ আক্রমণ বলে মন্তব্য করেছেন তিনি।

এদিকে অপরাধীদের খুঁজে বের করতে সেনাবাহিনীর পরিচালিত অভিযানের ভয়ে বেসামরিক নাগরিকরা কোনসিসায় পালিয়ে যাচ্ছে। সেখানে এক স্থানীয় নেতার বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার নাইজেরিয়ার দক্ষিণে ভারি অস্ত্রধারীরা হামলা চালিয়ে প্রায় দু’হাজারর কারাবন্দীকে মুক্ত করে নিয়ে যায়। সূত্র : রয়টার্স

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh