• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হাতে মাত্র ২ হাজার রুপি, নেই গাড়ি-বাড়ি, তাকে নিয়েই আলোচনা তুঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ এপ্রিল ২০২১, ২০:১১
শতরূপ ঘোষ।

সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে তার ব্যাপক পরিচিতি। যুক্তি দিয়ে সুন্দর কথা বলার জন্য টকশোগুলোতে তরুণ প্রজন্মের কাছে তার আকাশচুম্মী জনপ্রিয়তা। গিটার বাজিয়ে গাইতে পারেন গানও। তিনি শতরূপ ঘোষ।

২০১১ সালে মাত্র ২৫ বছর বয়সে শুরু নির্বাচনী লড়াই। এখনও পর্যন্ত দু’টি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে পারেননি একটিতেও। তবে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। সিপিএম-এর তরুণ প্রার্থী কসবা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাকে নিয়ে চলছে তুমুল আলোচনা।

পশ্চিমবঙ্গে লকডাউন চলাকালীন সময়ে অসহায় মানুষের পাশে খাবার নিয়ে হাজির হয়েছেন শতরূপ ঘোষ। পাড়ায় মহল্লায় নিয়মিত পদচারনা তার।

বামফ্রন্টের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে এবার নজর কাড়ছে তরুণ ব্রিগেড। তাদের মধ্যে অন্যতম শতরূপ।

নির্বাচন কমিশনের কাছে হলফনামায় নিজের সম্পত্তির বিবরণ দিয়েছেন শতরূপ। তাতে জানিয়েছেন, তার হাতে রয়েছে ২ হাজার রুপি।

এসবিআই-এর বালিগঞ্জ শাখায় তার অ্যাকাউন্টে গচ্ছিত আছে ১ লাখ ৬০ হাজার ৩৬১ রুপি ৩৩ পয়সা। অন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের রুবি পার্ক শাখায় একটি জয়েন্ট অ্যাকাউন্টে আছে ৪০ হাজার রুপি।

শেয়ার বাজারে কিছু বিনিয়োগ করেননি শতরূপ। কিছু গচ্ছিত রাখেননি ডাকঘরের সঞ্চয় প্রকল্পেও। তার নামে নেই গাড়ি বা সোনার গয়নার মতো মহার্ঘ্য জিনিসও।

শতরূপের নামে কোনও বসতবাড়ি মালিকানা নেই। কে‌নেননি জমিও। তরুণ বামনেতার নেই কোনো ব্যাঙ্কঋণও।

নিজেকে সমাজকর্মী এবং নেটমাধ্যমে ‘কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে উল্লেখ করেছেন আশুতোষ কলেজের এই সাবেক শিক্ষার্থী।

২০১৮ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন ইন্দিরা গাঁধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে।

গেলো নির্বাচন নিয়েও তিনি অভিযোগ করেন যে, বেশির ভাগ বুথে এগিয়ে থাকলেও একটি বুথ দখল করে কারচুপি করে তাকে হারিয়ে দেয়া হয়।

আনন্দবাজার পত্রিকা থেকে পরিমার্জিত।

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh