• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ডুবন্ত জাহাজ থেকে যেভাবে উদ্ধার হলো ১২ নাবিক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ এপ্রিল ২০২১, ১৪:৫৯
The way 12 sailors were rescued from the sinking ship
নেদারল্যান্ডসের জাহাজ

বলা হয় রাখে আল্লাহ্, মারে কে। আপনি যখন উত্তাল সমুদ্রে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন না কি করা উচিত। তবে সেটা যদি পণ্যবাহী জাহাজে থাকেন এবং সেটা যদি কাত হয়ে যায় তাহলে কপালে তো ভাঁজ পড়বে।

তেমনি একটা ঘটনা ঘটেছে নেদারল্যান্ডসের পণ্যবাহী জাহাজে থাকা ১২ জন নাবিককে নিয়ে। যে জাহাজটি অনেকটাই ডুবতে বসেছিল। তবে বেশ ভালোভাবে সবাইকে উদ্ধার করা হয়েছে। কিন্ত কীভাবে উদ্ধার হলো ওই নাবিকরা? কীভাবে তারা সেখান থেকে বেচে ফিরলো?

আরও পড়ুনঃ শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী আটক

জেনে নেওয়া যাক এই ১২ নাবিককে উদ্ধারের ঘটনা-

সমুদ্র উত্তাল। জাহাজের ইঞ্জিনে বিদ্যুতের গোলযোগ হয়। নেদারল্যান্ডসের জাহাজটি সাগরের উত্তালে অনেকটাই নরওয়ের কাছে এসে একদিকে কাত হয়ে যায়। সেই পণ্যবাহী জাহাজটিতে ছিল সাড়ে তিনশ টন অপরিশোধিত তেল, ৫০ মেট্রিক টন ডিজেল। জানা যায়, জাহাজটির দাম পড়েছে প্রায় ৭০ লাখ ইউরো।

উত্তাল সমুদ্রে নাবিকরা বিপদ বুঝতে পেরে এসওএস পাঠান। এর মধ্যে কয়েকজন ভয়ে জাহাজ থেকে লাফ দিয়ে সমুদ্রে নেমে পড়েন।
আরও পড়ুনঃ ব্রাজিলে করোনায় রেকর্ড মৃত্যু

এসওএস দেখেই নরওয়ের কোস্ট গার্ড সেসব নাবিকদের খোঁজা শুরু করে। এরপরই তারা দূরবীন এবং হেলিকপ্টার দিয়ে খোঁজে। হুট করে দেখা মিলে ৭০ লাখ ইউরোর সে পণ্যবাহী জাহাজটির। এমতাবস্থায় যারা সমুদ্রে নেমেছেন তারা তো সেখানে রয়েছেন। বাকিরা জাহাজের ডেকেই ছিলেন। সবাইকে অনেক চেষ্টা পরে উদ্ধার করে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানিয়েছে, দেড় দিনের মধ্যে জাহাজটি তীরে নিয়ে আসা যাবে।

এমআই/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
সমুদ্রের রোমাঞ্চকর গল্প বলেন তারা, শোনান গান
দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তার মৃত্যু
X
Fresh