• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রমজানের জন্য ৬৫০ পণ্যের দাম কমালো

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ এপ্রিল ২০২১, ২১:২৬
Qatar reduces prices of 650 products for Ramadan
সংগৃহীত

আগামী সপ্তাহে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। এজন্য ৬৫০টির বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়েছে কাতার সরকার। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় দাম কমানো এসব পণ্যের তালিকা প্রকাশ করেছে। খবর পেনিনসুলা কাতারের।

কাতারের বড় বড় সব শপিংমল ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করতে দেশটির সরকার। এখনও রমজান শুরু হতে কিছুদিন বাকি থাকলেও মঙ্গলবার থেকেই এই মূল্যছাড়ের নির্দেশনা কার্যকর হবে। রমজানের শেষদিন পর্যন্ত এই মূল্যছাড় কার্যকর থাকবে।

মূল্যছাড় দেয়া পণ্যের তালিকায় রয়েছে- আটা, চিনি, চাল, পাস্তা, মুরগি, তেল, দুধ। এছাড়াও বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য এবং রমজানের সময় চাহিদা বেড়ে যায় এমন পণ্যও রয়েছে এই তালিকায়। কাতার সরকার গত ৯ বছর ধরে মুসলিমদের রোজা পালনের সুবিধার্থে মূল্যছাড়ের এই কার্যক্রম পরিচালনা করে আসছে।

এদিকে শুধু মূল্যছাড় দেয়াই নয় এটি ঠিকভাবে কার্যকর হওয়া এবং পণ্যের গুণগত মান নিশ্চিতে পুরো রমজান মাসজুড়ে কঠোর নজরদারি চালায় মন্ত্রণালয়ের ভোক্তা সুরক্ষা বিভাগ। যাতে করে ক্রেতারা ছাড় দেয়া ‍মূল্যে গুণগত পণ্য কিনতে পারে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তি সইয়ের সম্ভাবনা
রমজান মাসে ৪ বিশেষ আমল
সেহরিতে মসজিদের মাইকে অনবরত ডাকাডাকি, যা বললেন আহমাদুল্লাহ 
সময় বাড়ায় মেট্রোরেলে স্বস্তি, রাতেও যাত্রীর চাপ
X
Fresh