• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাদশাহর প্রতি আনুগত্য প্রকাশ করলেন জর্ডানের সেই যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ এপ্রিল ২০২১, ১০:১৬
Jordan’s Prince Hamzah signs letter declaring loyalty to king
সাবেক যুবরাজ হামজা বিন হুসেইন - সংগৃহীত

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর প্রতি এবার আনুগত্য প্রকাশ করেছেন সাবেক যুবরাজ হামজা বিন হুসেইন। এর আগে দেশে অস্থিতিশীল পরিবশে সৃষ্টি করার ষড়যন্ত্রের অভিযোগে তাকে গৃহবন্দি করে রাখা হয়।

৪১ বছর বয়সী সাবেক এই যুবরাজ মধ্যস্থতা করার ঘণ্টাখানেক আগে এক বিবৃতিতে তিনি দেশের সংবিধানের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান। এরপর তিনি তার চাচা হাসানকে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করার অনুরোধ করেন।
আরও পড়ুনঃ সৌদির নতুন নির্দেশনা : উমরাহ করতে পারবেন যারা

সাবেক এই যুবরাজ নিজের স্বাক্ষরিত এক চিঠিতে সোমবার জানান, আমি নিজেকে বাদশাহর সমীপে সমর্পিত করলাম। আমি সর্বদা জর্ডানের জনপ্রিয় হাশেমি রাজপরিবারে প্রতি অনুগত থাকব এবং সংবিধান মেনে চলব।

অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়, পেশাদার মধ্যস্থতাকারী এবং রাজ পরিবারের বন্ধু মালিক দাহলান পৃথক বিবৃতিতে জানান মধ্যস্থতাটি ‘সফল’ হয়েছিল এবং খুব শিগগিরই উদ্ভুত সমস্যা সমাধান হবে।

এর আগে এক ভিডিও বার্তায় হামজা বলেন, সেনাবাহিনী তার ওপর বাড়ি থেকে বের হওয়া এবং কারও সঙ্গে যোগাযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, অযোগ্যতা এবং হয়রানির অভিযোগ তোলায় এমনটা হয়েছে বলে দাবি করেছেন তিনি। সূত্র : আলজাজিরা

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh