• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আমাজন বাঁচাতে ১০০ কোটি ডলার চায় ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ এপ্রিল ২০২১, ০৯:৩১
Brazil wants $1B in foreign aid to reduce Amazon deforestation, RTV
আমাজনের উজাড় হয়ে যাওয়া অঞ্চলের একটি এরিয়াল ভিউ

আমাজন বাঁচানোর স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলোর কাছে ১০০ কোটি ডলার সহায়তা চেয়েছে ব্রাজিল।

গত শনিবার (৩ মার্চ) দেশটির স্থানীয় ও এস্তাদো দে সাও পাওলো পত্রিকায় এক সাক্ষাতকারে ব্রাজিলের পরিবেশমন্ত্রী রিকার্ডো সেলস এ সহায়তা চেয়েছেন।

সাক্ষাতকারে মন্ত্রী বলেন, বন নিধন থামাতে এই ১০০ কোটি ডলার ১২ মাসে খরচ করা হবে। সময়মতো এই সহায়তা পেলে এবং তা ঠিক উপায়ে ব্যবহার করা গেলে আমরা ১ বছরের মধ্যে আমাজন নিধন ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে পারব।

রিকার্ডো সেলস আরও জানান, তিনি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছেন এবং নরওয়ে সহযোহিতা করতে চায় কিনা তা জানতে চেয়েছেন।

সহায়তার এক তৃতীয়াংশ অর্থ সরাসরি বন উজাড় রুখতে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। বাকি দুই-তৃতীয়াংশ অর্থনৈতিক বিকাশের জন্য ব্যবহার করা হবে।

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট আমাজনে বন নিধন রোধ করতে ব্যর্থতার জন্য ব্রাজিলকে প্রায়শই সমালোচিত হতে হয়। সূত্র: ডেইলি সাবাহ

টিএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh