logo
  • ঢাকা শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ৩ বৈশাখ ১৪২৮

লাইভ চলাকালে মাইক্রোফোন নিয়ে দৌড় দিলো কুকুর (ভিডিও) 

dog steals reporter’s microphone in Russia during live broadcast, RTV
ভিডিও থেকে সংগৃহীত ছবি

লাইভ রিপোর্ট চলাকালে বিভিন্ন সময় নানান মজার কাণ্ড ঘটে যায়। সরাসরি সম্প্রচারের কারণে সেসব ঘটনার ভিডিও পৌঁছে যায় সবার কাছে। মজার সেসব ঘটনা নিয়ে হাস্যরসেরও সৃষ্টি হয়।

এবার সেরকমই এক মজার কাণ্ড ঘটে গেল রাশিয়ার এক নারী টিভি উপস্থাপিকার সঙ্গে। আবহাওয়া বার্তা অনুষ্ঠান সরাসরি সম্প্রচারকালে ওই উপস্থাপিকার মাইক্রোফোন নিয়ে দৌড় দেয় একটি কুকুর।

তবে উপস্থাপিকাও কম যান না। সঙ্গে সঙ্গেই দৌঁড় লাগান কুকুরটির পেছন পেছন। কিছুক্ষন পরেই কুকুরের কাছ থেকেই মাইক্রোফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।

গত শুক্রবার (২ এপ্রিল) টুইটারে ওই ঘটনার ভিডিও পোস্ট করেন আলি ওযকুক নামের এক রুশ সংবাদকর্মী। যার ক্যাপশন ছিল, ‘রাশিয়ায় একটি কুকুর রিপোর্টারের মাইক্রোফোন ছিনিয়ে নিলো এবং সরাসরি সম্প্রচার চলাকালীন তা নিয়ে দৌড় দিলো।’

ভিডিওতে যিনি ছিলেন তিনি রাশিয়ার স্থানীয় মির টিভির আবহাওয়া প্রতিবেদক নাদেজহদা সেরেঝকিনা বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

টিএস

RTV Drama
RTVPLUS