• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মিশরে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ এপ্রিল ২০১৭, ০৯:২৪

মিশরে দুই গির্জায় পৃথক বোমা হামলার ঘটনায় তিন মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে।মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এ জরুরি অবস্থা জারির ঘোষণা দেন।

এছাড়া সারাদেশে সামরিক বাহিনীকে অবস্থান নেওয়ারও আদেশ দেন তিনি। খবর বিবিসি ও সংস্থা রয়টার্স।

হামলার পরই প্রেসিডেন্ট সিসি নিন্দা জানান। এরপরই জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলে জরুরি বৈঠক ডাকেন। বৈঠকের পর বিবৃতিতে সেনা মোতায়েনের নির্দেশসহ তিনমাসের জন্য জরুরি অবস্থা জারির ঘোষণা দেওয়া হয়।

এর আগে দেশটির তান্তা ও আলেক্সান্দ্রিয়ায় রোববারের এ বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩৬ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। এর মধ্যে একটি ছিল আত্মঘাতী হামলা।