• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ আসাদ বিরোধীরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ এপ্রিল ২০১৭, ২০:২৩

সিরিয়ায় রাসয়নিক হামলা চালানোর পর দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় তার নাম রেখেছেন 'আবু ইভানকা’।

নামটির অর্থ হচ্ছে ইভানকার বাবা। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প। বাবার সহকারি হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন তিনি। তার সম্মানের জন্যই ইভানকার নামটি টাম্পের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় অনেকেই 'আমরা তোমাকে ভালোবাসি' লিখা ট্রাম্পের ছবি পোস্ট করেছেন অনেকে।

রাসায়নিক হামলার পর মাথায় লাল ফেজ টুপি পরা ফটোশপ করা একটি ছবিও ভাইরাল হয়েছে ট্রাম্পের।

এদিকে ওবাদা নামে আসাদ বিরোধী এক সিরিয়ান যুবক টুইটার পোস্টে বলেন, ট্রাম্প বেশ ভয়ঙ্কর মানুষ হলেও, এ প্রথম তিনি একটি ভালো কাজ করেছেন।

নাজাম হাসান নামের অপর টুইটার ব্যাবহারকারী ট্রাম্পকে নিয়ে লিখেন, পশ্চিমারা তোমাকে হয়তো ঘৃণা করে, তবুও তুমি আমাদের জন্য ওবামা থেকে বেশি কিছু করেছো।

আমরা তাকে ভালোবাসি কারণ সে কিছু বলার আগেই আমাদের সাহায্য করেছে। তার এ আতক্রমণ আমাদের জন্য নতুস আশা নিয়ে আসছে।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh