• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ফের টিকটক নিষিদ্ধ করলো যে দেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ এপ্রিল ২০২১, ২০:০২
Pakistan lifts TikTok ban for a second time, ফের টিকটকের ওপর নিষেধাজ্ঞা পাকিস্তানে, ফের টিকটক নিষিদ্ধ করলো পাকিস্তান
পাকিস্তানে দ্বিতীয়বারের মতো টিকটকের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে

অশালীন ও অনৈতিক কন্টেন্ট প্রচারের অভিযোগে টিকটকের ওপর আবারও (দ্বিতীয়বার) নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান।

এর আগে শালীন ও নৈতিক কন্টেন্ট প্রচারের শর্তে জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং অ্যাপটির ওপর থেকে প্রথমবার আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল দেশটি।

গত মাসে (মার্চ ২০২১) উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ারের একটি আদালত দেশের নৈতিক মূল্যবোধের পরিপন্থী ভিডিও প্রচারের কারণে পাকিস্তানের যোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থাকে অ্যাপটি ব্লক করার নির্দেশ দেয়।

শুনানির সময় সিনিয়র এজেন্সি কর্মকর্তা তারিক গন্ডাপুর জানান, যারা ওসব ‘অশালীন’ কন্টেন্ট শেয়ার করেছে তাদেরকে নিষিদ্ধ করতে টিকটকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক অ্যাপটি কেবল পাকিস্তানেই প্রায় ৪ কোটি বার ডাউনলোড করা হয়েছে।

পাকিস্তান টেলিকম্যুনিকেশন এর আইনজীবী জাহানজেব মেহসুদ জানান, এর আগে অ্যাপটি যাচাই-বাছাইপূর্বক শালীন কন্টেন্ট প্রকাশ করবে বলে নিশ্চিত করেছিল। কিন্তু সে মোতাবেক কাজ করেনি অ্যাপটি। তাই আবারও নিষেধাজ্ঞার মুখে পড়তে হলো অ্যাপটিকে। আলজাজিরা

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh