• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আরব আমিরাতে মসজিদে ইফতারে নিষেধাজ্ঞা

আরটিভি নিউজ

  ৩০ মার্চ ২০২১, ২৩:৩৯
আরব আমিরাতে মসজিদে ইফতারে নিষেধাজ্ঞা

মাঝে করোনার প্রকোপ কিছুটা কম থাকলেও বিশ্বব্যাপী আবারও দ্রুত বিস্তার লাভ করছে করোনাভাইরাস। এ বিস্তার ঠেকাতে নানা রকম পদক্ষেপ নিচ্ছে দেশগুলো। সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই দরজায় কড়া নাড়ছে রমজান। আসন্ন রমজানে ভাইরাসটির বিস্তার ঠেকাতে বিশেষ নির্দেশনা দিয়েছে আরব আমিরাত সরকার। নির্দেশিকায় তারাবি নামাজ আদায়ে কোনও বাধা না থাকলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মসজিদে এক সঙ্গে ইফতারি করায়।

তবে মসজিদে তারাবি নামাজ আদায় করতে পারবেন শুধু পুরুষরা। নারীদের তারাবি আদায় করতে হবে বাসায়।

আরব আমিরাত সরকারের দেওয়া নির্দেশনাগুলো হলো:

১. যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করতে পারবেন শুধু পুরুষরা। নারীদের জন্য মসজিদ বন্ধ থাকবে।

২. হোম ভিজিট এবং পারিবারিক জমায়েতসহ সব ধরনের গণ-জমায়েত নিষিদ্ধ থাকবে। কেবল পরিবারের সদস্যরাই একই বাড়িতে থাকতে পারবেন।

৩. বাসিন্দাদের একে অপরের মাঝে দুই মিটার দূরত্ব বজায় রাখতে হবে।

৪. মসজিদের ভেতরে ইফতারের অনুমতি দেওয়া হবে না।

৫. ইফতারের জন্য বিজ্ঞাপনের বিশেষ অফার অনুমোদন দেওয়া হবে না।

৬. বিনামূল্যে খাবার বিতরণ কেবলমাত্র সরকারি দাতব্য সংস্থার মাধ্যমে অনুমোদন দেওয়া হবে। এটি আসরের নামাজের পর থেকে শুরু হবে এবং মাগরিবের নামাজের আগে এক ঘণ্টা সময়ের মধ্যে শেষ করতে হবে।

৭. পবিত্র কোরআন এবং অন্যান্য উপহার বিতরণ নিষিদ্ধ থাকবে।

সূত্র: খালিজ টাইমস

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত ওমান-আরব আমিরাত
আরব আমিরাতে ভয়াবহ বন্যা, ঢাকামুখী ৯ ফ্লাইট স্থগিত 
মসজিদের বারান্দায় যুবকের ঝুলন্ত মরদেহ
১০০ বছর পর খুলল মসজিদ, ঈদের নামাজ পড়লেন মুসলিমরা
X
Fresh