• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

প্রাণভয়ে পালানো শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে থাইল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ মার্চ ২০২১, ০৮:২৬
Thailand denies forcing back Myanmar refugees blocked at border, প্রাণভয়ে পালানো শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে থাইল্যান্ড, আরটিভি, RTV, RTV online
সংগৃহীত ছবি

কারেন রাজ্যে জান্তা সরকারের বিমান হামলায় প্রাণভয়ে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডে আশ্রয় নিয়েছিল মিয়ানমারের ৩ হাজার গ্রামবাসী। তবে তাদেরকে ঠাঁই দেইনি থাইল্যান্ড। জোরপূর্বক তাদের অনেককেই মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে।

বিক্ষোভাকরীদের হত্যার প্রতিবাদে থাইল্যান্ড সীমান্ত-সংলগ্ন এলাকায় মিয়ানমারের একটি সেনাচৌকিতে গত শনিবার কারেন জাতিগোষ্ঠীর সশস্ত্র সংগঠন কারেন ন্যাশনাল ইউনিয়ন হামলা চালায়। এতে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার এক সেনা কর্মকর্তাসহ ১০ জন নিহত হন। মারা যান সংগঠনটির একজন সদস্যও।

ওই ঘটনার প্রতিশোধ নিতে জান্তা সরকার থাইল্যান্ড সীমান্তবর্তী মুতরাউ জেলার পাঁচটি এলাকায় গত শনিবার গভীর রাতে বিমান হামলা চালায়। গৃহহীনদের একটি আশ্রয় কেন্দ্রেও হামলা চালানো হয়। হামলার সময় গ্রামবাসী জঙ্গল ও পাহাড়ের ঢালে লুকিয়ে প্রাণ বাঁচান। এরপর সকাল হলে তিন হাজারের মতো গ্রামবাসী শরণার্থী হিসেবে সীমান্ত পেরিয়ে থাইল্যান্ড চলে যান।

মিয়ানমারের অধিকার সংগঠন ফ্রি বার্মা রেঞ্জার্সের প্রতিষ্ঠাতা ডেভিড ইউবাঙ্ক জানান, সোমবার সকালে থাইল্যান্ড থেকে জোর করে ২ হাজারের বেশি গ্রামবাসীকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। তারা সীমান্ত পেরিয়ে এসে এখন মিয়ানমার অংশের ই থু হতা আশ্রয়শিবিরে অবস্থান করছেন। সূত্র: রয়টার্স

টিএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh