• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভারত মহাসাগরে ভারত-যুক্তরাষ্ট্র যৌথ নৌ-মহড়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ মার্চ ২০২১, ১৪:৪৮
India, US kick off two-day naval exercise in eastern Indian Ocean Region, ভারত মহাসাগরে ইন্ডিয়া-আমেরিকা নৌ মহড়া, আরটিভি, RTV online, RTV
সংগৃহীত ছবি

ভারত মহাসাগরে যৌথ নৌ-মহড়া শুরু করেছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল রোববার শুরু হওয়া এই মহড়া আজ সোমবার শেষ হবে।

দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা আরও সুদৃঢ় করতেই এই মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় ভারতের বিমান বাহিনীও অংশ নেয়।

মহড়ায় ভারতের হয়ে অংশ নেয় শিবালিক ও টহল বিমান ‘পি৮আই’। অন্যদিকে মার্কিন বাহিনীর ছিল ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ ক্যারিয়ার স্ট্রাইকার গ্রুপ। এটি আসলে একটি বিমানবাহী রণতরী। এর সঙ্গে রয়েছে অনেকগুলো ডেস্ট্রয়ার জাহাজ। দ্রুতগতির যুদ্ধজাহাজ ফ্রিগেটও ছিল এর সঙ্গে।

উল্লেখ্য, ভারত মহাসাগরে নিজেদের প্রতিপত্তি বিস্তারে সর্বদা সচেষ্ট থাকে চীন। সে ক্ষেত্রে দেশটির সবচেয়ে বড় পথের কাঁটা ভারত ও আমেরিকা। ভারত মনে করে চীন জলপথে হুমকি হিসেবে প্রকাশ পেতে পারে। বিশেষত ভারত মহাসাগর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে চীনা সাবমেরিন কিংবা জাহাজ। সূত্র: এনডিটিভি

টিএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh