• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সিরিয়ায় যুদ্ধজাহাজ পাঠালো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ এপ্রিল ২০১৭, ২০:২৮

সিরিয়ায় আরো সামরিক অভিযান চালানো হতে পারে বলে জানিয়েছিল আমেরিকা। তবে বসে নেই দেশটির ক্ষমতাসীন বাশার আল–আসাদ সরকারের প্রধান মিত্র রাশিয়া। সিরিয়ার বন্দর নগরী তারতুসে যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গ্রিগোরোভিচ পাঠালো দেশটি।

মস্কোর সামরিক এবং কূটনৈতিক বিষয়ে অবহিত একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস।

৪ হাজার টনের যুদ্ধজাহাজটিতে রয়েছে ক্রুজ ক্ষেপণাস্ত্র কালিবার। এটি সিরিয়া উপকূলে কতদিন থাকবে তা পরিস্থিতির ওপর নির্ভর করবে । তবে যেকোনো পরিস্থিতিতেই এটি এক মাসের বেশি সময় সেখানে থাকবে বলেও জানানো হয়েছে।

এর আগে কৃষ্ণ সাগরে তুর্কি জাহাজের সঙ্গে যৌথ নৌমহড়ায় অংশ নেয় গ্রিগোরোভিচ।

শুক্রবার ভোরে দুই মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস পোর্টার এবং ইউএসএস রস থেকে আসাদ সরকার নিয়ন্ত্রিত ওই বিমানঘাঁটিতে ৫৯টি টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতিসহ অন্তত ৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন।

সিরিয়ায় হামলার ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সাম্প্রতিক সময়ে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চিড় ধরছে। ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রুশ-মার্কিন সম্পর্ক।

রুশ প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিন’র মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমেরিকার এ হামলা একটি সার্বভৌম দেশের ওপর আগ্রাসন। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আমেরিকা সিরীয় সন্ত্রাসীদের মদদ দিচ্ছে বলে শুরু থেকেই অভিযোগ করে আসছে মস্কো।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, ‘মস্কোর অবস্থানে যুক্তরাষ্ট্র হতাশ, তবে বিস্মিত নয়’।

কে/ এএইচসি/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরাক থেকে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা
ইরান এতগুলো ক্ষেপণাস্ত্র ছুড়বে কল্পনাও করেনি ইসরায়েল
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭, শিশুসহ আহত ৬০
ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার অস্ত্র
X
Fresh