• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

এবার পাঠ্যক্রমে মহানবীর (সাঃ) ব্যঙ্গচিত্র, ইংল্যান্ডে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ মার্চ ২০২১, ২০:১৬
Parents protest at Batley school after caricature of Prophet Muhammad shown in class,এবার পাঠ্যক্রমে মহানবীর (সাঃ) ব্যঙ্গচিত্র, ফ্রান্সে বিক্ষোভ, আরটিভি, RTV
ব্যাটলি গ্রামার স্কুলের সামনে জড়ো হন বিক্ষুব্ধ অভিভাবকরা

এবার ইংল্যান্ডে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে বিদ্রূপ করলো এক শিক্ষক। এক পাঠ্যক্রমে ওই শিক্ষক শিক্ষার্থীদেরকে মুহাম্মদ (সাঃ)-এর ব্যঙ্গচিত্র দেখালে বিক্ষোভ শুরু হয়। এ ঘটনায় ওই স্কুলের বাইরে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ অভিভাবকরা।

দেশটির পশ্চিম ইয়র্কশায়ারে অবস্থিত ওই স্কুলের নাম ব্যাটলি গ্রামার স্কুল। বিক্ষুব্ধ অভিভাবকরা স্কুলের সামনে জড়ো হয়ে ওই শিক্ষকের পদত্যাগ অথবা বরখাস্তের দাবি তুলেছেন।

এ ঘটনায় সময়মতো স্কুল খুলতে পারেনি কর্তৃপক্ষ। পুলিশ বিক্ষোভস্থল ঘিরে রেখেছে এবং স্কুলের সব প্রবেশমুখে অবস্থান নিয়েছে।

এর আগের রাতে (বুধবার) ওই শিক্ষক মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে ওই ব্যঙ্গচিত্র প্রদর্শন করেন। পরদিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিক্ষোভাকারীরা স্কুলের সামনে জড়ো হয়।

একজন অভিভাবক জানান, এটাই প্রথমবার নয়। ওই শিক্ষক এর আগেও এমন কাজ করেছেন। তিনি বলেন, দ্বিতীয়বারের মতো এমন জঘন্য কাজ করলেন ওই শিক্ষক। আমরা চাই তাকে বরখাস্ত করা হোক।

তবে নিজেদের পাঠ্য ব্যবস্থায় এমন বিদ্বেষমূলক ও সম্পূর্ণ অসঙ্গত বিষয় থাকায় অভিভাবকদের কাছে ক্ষমা চেয়েছে স্কুল কর্তৃপক্ষ।

স্কুলের প্রধানশিক্ষক গ্যারি কিবল বলেছেন, খুব দ্রুতই ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং পাঠ্যক্রম থেকে সম্পূর্ণ অসঙ্গিতপূর্ণ এমন বিষয় সরিয়ে ফেলা হবে। দ্য মিরর

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh