• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আগ্নেয়গিরির লাভায় ডিম ভাজতে গিয়ে… (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ মার্চ ২০২১, ১৮:২৫
আগ্নেয়গিরির লাভায় ডিম ভাজতে গিয়ে… (ভিডিও), Man cooks bacon and eggs on Fagradalsfjall volcano's molten lava, আরটিভি, RTV
ভিডিও থেকে সংগৃহীত ছবি

কদিন আগেই দীর্ঘ ৮০০ বছর পর আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের দক্ষিণ-পশ্চিমে রিকজানেস উপদ্বীপের ফাগরাডালসফল আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। আর সেই অগ্ন্যুৎপাতের লাভায় ডিম ভেজে খেতে গিয়েছিলেন এক ব্যক্তি!

পড়তে অবাক লাগলেও এমনই এক অবাস্তব ঘটনা ঘটিয়েছেন আইসল্যান্ডের এক যুবক। তবে সে ডিম ভাজি আর খাওয়া হয়নি তার।

ওই যুবকের এহেন কর্মকাণ্ডের ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। লাভার গনগনে আঁচে অমলেট আর শূকরের মাংস (বিকন) রান্না করতে গিয়েছিলেন তিনি।

ভিডিওতে ওই যুবককে লাভার আঁচে শূকরের মাংস আর অমলেট রান্না করতে দেখা যায়। লাভাস্রোতের ওপর একটি প্যানে রান্না চাপাতে দেখা যায় তাকে। তবে ওই যুবকের দুর্ভাগ্য, শেষ পর্যন্ত সেই রান্না আর হয়ে ওঠেনি।

পুরো প্যানটিকেই গলিয়ে ফেলে লাভার আগুন। আর তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না ওই যুবকের।

ওই যুবক বলেন, আমার দলের ছেলেদের জন্য খাবার রান্না করতে চেয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে সব নষ্ট হয়ে গেল। এখন কেবল স্যান্ডউইচ আর পানি খেয়ে থাকতে হবে সবার। টাইমস নাও নিউজ

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh