• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এক বছরে নিখোঁজ ৩০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ এপ্রিল ২০১৭, ১২:৩৯

২০১৬ সালে মেক্সিকোতে প্রায় ৩০ হাজার মানুষ নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল কমিশন অব হিউম্যান রাইটস।

প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে তারা জানায়, এর জন্য সংঘবদ্ধ অপরাধ চক্র ও আইনের সঠিক প্রয়োগের অভাবকেই এমনটি ঘটছে।

প্রতিবেদনে আরো বলা হয়, ২০১৩ সালে প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো ক্ষমতা গ্রহণের পর দেশটিতে প্রায় ২৬ হাজার মানুষ নিখোঁজ হয়।

প্রেসিডেন্টের মেয়াদ শেষের সময় এ সংখ্যা বেড়ে ৩০ হাজারে দাঁড়িয়েছে। দেশটির ৩১টি প্রদেশের মধ্যে ২৬টিতে তদন্ত করে এ তথ্য পাওয়া গেছে।

তবে ৬টি রাজ্য এ তদন্ত কার্যক্রমে অংশ না নেয়ায় এ সংখ্যা আরো বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওয়াই/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh