• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দেউলিয়া হয়ে গেলো বুর্জ খলিফার নির্মাতা প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ মার্চ ২০২১, ১৭:০৮
Construction company behind Burj Khalifa files for bankruptcy
বুর্জ খলিফা

সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের অন্যতম একটি ভবন হচ্ছে বুর্জ খলিফা। এই ভবনটি নির্মাণের পেছনে থাকা প্রতিষ্ঠান আরবটেক হোল্ডিং এখন দেউলিয়া হয়ে গেছে। এই প্রতিষ্ঠানটি বুর্জ খলিফা ছাড়াও আবুধাবিতে ল্যুভরও বানিয়েছে তারা।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার দেউলিয়া হিসেবে দুবাই আদালতে পিটিশন দায়ের করেছে আরবটেক হোল্ডিং। দিন দিন ঋণের বোঝা বাড়তে থাকায় এক সময়ের সম্মানজনক এই ভবন নির্মাতা প্রতিষ্ঠানটি লোন পরিশোধ করতে, সাব-কন্ট্রাক্টর এবং কর্মীদের বেতন দিতে পারছিল না।

আরবটেক হোল্ডিং ছাড়াও প্রতিষ্ঠানটি আরও চারটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান- আরবটেক কন্সট্রাকশন আইআইস, অস্ট্রিয়ান অ্যারাবিয়ান রেডিমিক্স কংক্রিট কো., আরবটেক প্রিক্যাস্ট এবং এমিরেটস ফ্যালকন ইলেক্ট্রোমেকানিক্যাল কোম্পানিও দেউলিয়া হিসেবে পিটিশন দায়ের করেছে।

কয়েকটি সূত্র গালফ নিউজকে জানিয়েছে, দেনার অর্থ যেন ঠিকভাবে পরিশোধ করা হয় এবং আরবটেককে জবাবদিহিতার আওতায় আনতে পুরো বিষয়টি মনিটর করছে আমিরাত সরকারের মন্ত্রীরা। প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যাওয়ার পেছনে করোনাভাইরাস একটা বড় প্রভাব রেখেছে।

উল্লেখ্য, আমিরাতে দেউলিয়া আইন অনুযায়ী, এখন ব্যবসা বাঁচানোর জন্য ১২ মাস সময় পাবে আরবটেক।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হতাশ হলেন শাকিব ভক্তরা
বুর্জ খলিফায় প্রদর্শিত হবে শাকিবের সিনেমার ট্রেলার, ব্যয় হতে পারে যত টাকা
শাহরুখের পর এবার বুর্জ খলিফায় শাকিবের চমক
দেশে ফিরলেন রাষ্ট্রপতি
X
Fresh