• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হঠাৎ কেন দিল্লিতে এলেন আমিরাতের শীর্ষ কূটনীতিক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ মার্চ ২০২১, ১৬:০৫
India-Pakistan ceasefire deal last month marked a milestone in secret talks brokered by the UAE that began months earlier, say officials. RTV
গোপনে ভারত-পাকিস্তান মধ্যস্থতা করতে দিল্লিতে আমিরাতের কূটনীতিক

ব্রিটিশ শাসনামল থেকেই ভারত-পাকিস্তান দ্বন্দ্ব চলে আসছে। বিশেষ করে কাশ্মীর নিয়ে প্রায়ই যুদ্ধে জড়ায় দেশ দুটি। তবে ইদানিং এই দুই দেশের শত্রু শত্রু খেলায় ভাটা পড়েছে। তারই ফলশ্রুতিতে গত মাসে ২০০৩ সালের যুদ্ধবিরতি চুক্তির প্রতি সম্মান জানাতে বিরল যৌথ প্রতিশ্রুতি দিয়ে ভারত ও পাকিস্তানের সেনাপ্রধানরা পুরো বিশ্বকে অবাক করে দেয়।

আরও পড়ুন : নতুন দুই ভিসা চালু করলো আরব আমিরাত

ঠিক তার ২৪ ঘণ্টা পার হতে না হতেই আরব আমিরাতের শীর্ষ এক কূটনীতিক নয়াদিল্লিতে একদিনের সংক্ষিপ্ত সফরে এসেছেন। ভারত ও পাকিস্তানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বিস্তৃত বাণিজ্য রয়েছে।

এই দুই দেশকে প্রভাবিত করার যথেষ্ট উপাদান রয়েছে আমিরাতের হাতে। সেই প্রেক্ষাপট থেকেই এই দুই আঞ্চলিক পরাশক্তির মধ্যে স্থিতাবস্থা বজায় রাখার চেষ্টা চালিয়ে আসছে দেশটি।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ ও সুব্রামানিয়াম জয়শঙ্কর এক বৈঠক করেছিলেন। সে বৈঠকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেন তারা এবং এ বিষয়ে মতবিনিময় করেন।

আরও পড়ুন : অবাধ্য সন্তানরাই বড় হয়ে বেশি বেতনের চাকরি পায়

যদিও এবার আমিরাতের শীর্ষ কূটনীতিক কেন হুট করে ভারত সফরে এলেন সে বিষয়ে নির্দিষ্ট করে জানায়নি কোনো পক্ষই। তবে মনে করা হচ্ছে গোপনে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতেই ভারত সফর করছেন তিনি।

আগের রুদ্ধদ্বার বৈঠক থেকেই আমিরাতের মধ্যস্থতায় যুদ্ধবিরতির সিদ্ধান্ত আসে এবং ভারত-পাকিস্তান দুই দেশই তাতে সম্মত হয়। ওই যুদ্ধবিরতি পারমাণবিক শক্তিধর দেশ দুটির মধ্যে কয়েক দশক ধরে চলে আসা আঞ্চলিক বিরোধ নিস্পত্তির প্রথম ধাপ মাত্র। এটি দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সৃজিত বৃহত্তর রোডম্যাপের সূচনা।

আরও পড়ুন : এসএসসির ফরম পূরণের তারিখ জানালো ঢাকা শিক্ষা বোর্ড

এরপর আসে দুই দেশেই তাদের রাষ্ট্রদূতকে পুনর্বহাল করা যা কিনা ২০১৯ সালে জম্মু-কাশ্মীরে স্বায়ত্ত্বশাসন তুলে নেওয়ার পর ফিরিয়ে নেওয়া হয়েছিল। তারপর দুই দেশের মধ্যে ফের চালু করতে হবে বন্ধ হয়ে যাওয়া ব্যবসা-বাণিজ্য। সবশেষে আসবে সবচেয়ে কঠিন ও বিরোধপূর্ণ বিষয় কাশ্মীর। এই কাশ্মীর নিয়েই এ পর্যন্ত ৩বার বড় বড় যুদ্ধে জড়িয়েছে ভারত-পাকিস্তান।

সূত্র : আলজাজিরা

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অধিকৃত কাশ্মীরে জাতিগত বৈষম্যের অভিযোগ মানবাধিকার কাউন্সিলে
কাশ্মীরে স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ
অবশেষে যুদ্ধবিরতির আলোচনায় নেতানিয়াহুর অনুমোদন
গাজায় গণহত্যা চলছেই, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইসরায়েল
X
Fresh