• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

করোনাক্রান্ত ইমরানকে নিয়ে যা বললেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ মার্চ ২০২১, ২২:৩৫
PM Modi wishes Imran Khan a speedy recovery from Covid-19
নরেন্দ্র মোদি (বামে) ও ইমরান খান (ডানে)- সংগৃহীত ছবি

করোনার ভ্যাকসিন নেওয়ার ঠিক দু’দিন পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করোনা শনাক্ত হয়েছে। সে খবর পেয়ে দ্রুত তার আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার সন্ধ্যায় সংক্ষিপ্ত এক টুইটবার্তায় মোদি বলেন, কোভিড-১৯ থেকে (পাকিস্তানের) প্রধানমন্ত্রী ইমরান খান দ্রুত সেরে উঠুন। আরোগ্য কামনা করছি।

গত বৃহস্পতিবার টিকা নিয়েছিলেন ইমরান। টিকা নেওয়ার মাত্র দুই দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি।

শনিবার ইমরান খানের স্বাস্থ্যবিষয়ক জাতীয় উপদেষ্টা ফয়সাল সুলতান এক টুইটে এ খবর জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে ইমরান খান বাসায় সেল্ফ আইসোলেশনে আছেন।

সম্প্রতি বিভিন্ন বৈঠকে প্রায় নিয়মিতই উপস্থিত ছিলেন ৬৭ বছর বয়সী ইমরান খান। পরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা শাহবাজ গিল জানান, ইমরানের মৃদু উপসর্গ আছে। তবে দেশটির একজন মন্ত্রী জানিয়েছেন, টিকা নেওয়ার আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন ইমরান খান।

সূত্র : হিন্দুস্তান টাইমস

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীকে টয়লেট ক্লিনার খাওয়ানোর অভিযোগ তুললেন ইমরান
শেখ হাসিনাকে  ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
এপ্রিলেই কারামুক্ত হতে পারেন ইমরান খান!
কারাগারে বুশরাকে বিষ দেওয়া হয়েছে, দাবি ইমরান খানের
X
Fresh