• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জিনপিংকে স্বাগত জানালেন ট্রাম্প

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৭ এপ্রিল ২০১৭, ১২:০৫

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ফ্লোরিডা রিসোর্টে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং’কে স্বাগত জানিয়েছেন। নিজের মার-এ-লাগো অবকাশ কেন্দ্রে জিনপিং’কে নিয়ে আনুষ্ঠানিক ডিনার সেরে ট্রাম্প বলেন, এখানে আমরা দু’ব্যক্তি বন্ধুত্ব গড়ে তুলেছি।

এসময় এই দু’নেতার মধ্যে আলোচনার বিস্তারিত জানা না গেলেও, উত্তর কোরিয়ার চলমান হুমকি মোকাবেলায় চীনকে পাশে চাইবে আমেরিকা। এছাড়া শি তাইওয়ানের উপর পূর্ণ অধিকারের নিশ্চয়তা চাইবে বলে ধারণা করা হচ্ছে।

চীনের প্রেসিডেন্টের এই সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ট্রাম্প বলেন, এটি খুব কঠিন কিছু হতে যাচ্ছে।

এর আগে গেলো বছর চীন যুক্ত ধর্ষণ করছে বলে অভিযোগ করেন ট্রাম্প। এছাড়া নির্বাচনে প্রচারণার সময় তিনি আরো বলেন, বৃহদায়তন বাণিজ্য ঘাটতি এবং কাজের ক্ষতি আর সহ্য করা হবে না।

তবে বৃহস্পতিবারের ডিনারের সময় এ দু’নেতাকে খুবই প্রাণবন্ত দেখা যায়। এসময় লোকসঙ্গীত শিল্পী পেং লিওয়ানসহ সঙ্গে থাকা এই দু’ নেতার স্ত্রীর মুখেও হাসি ফুটে ছিলো সারাক্ষণ।

শুক্রবার দ্বিপাক্ষিক আলোচনা শেষে অপর একটি আনুষ্ঠানিক লাঞ্চের মাধ্যমে চীনের প্রেসিডেন্টের বহুল সম্ভাবনাময় যুক্তরাষ্ট্র সফর শেষ হবে বলে জানানো হয়েছে।

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh