• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভারতকে পাকিস্তান সেনাপ্রধান : অতীত দাফনের এখনই সময় 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ মার্চ ২০২১, ১৮:৩১
জেনারেল কামার জাভেদ বাজওয়া- এপি

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, ভারতের সঙ্গে ঘটা অতীতকে দাফন করার এখনই সময়। এক বক্তব্যে তিনি বলেন, অতীতের দ্বন্দ্ব ভুলে সুসম্পর্ক প্রতিষ্ঠায় নয়াদিল্লি ও ইসলামাবাদকে এগিয়ে আসতে হবে। গত মাসে দু’দেশের সামরিক বাহিনী অপ্রত্যাশিতভাবে যৌথ যুদ্ধবিরতিও ঘোষণা করে।

জেনারেল জাভেদ এসময় ভারতকে সম্পর্ক পুনর্গঠনে একটি ‘অনুকূল পরিবেশ’ তৈরির জন্য চাপ দিয়েছেন। এমন আঞ্চলিক কোন্দল রোধে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন : মোদিকে বাংলাদেশে ঢুকতে না দেয়ার ঘোষণা দিলেন তারা

বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি সেমিনারে জাতীয় সুরক্ষা বিষয়ক এক আলোচনা অনুষ্ঠানে ভারতকে উদ্দেশ্য করে বাজওয়া বলেন, আমাদের অতীতকে দাফন করে এগিয়ে যাওয়ার সময় এসেছে।

তিনি আরও বলেন, তবে ... আমাদের প্রতিবেশী ভারতকে বিশেষ করে তাদের অধিকৃত কাশ্মীরে অনুকূল পরিবেশ তৈরি করতেই হবে।

আরও পড়ুন : জন্মদোষ কাটাতে নিজের ছাত্রকেই বিয়ে করলেন শিক্ষিকা!

তার দাবি, দক্ষিণ এশিয়ার এই দুই পারমাণবিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে বিরতীহীন বিরোধ ‘এই অঞ্চলটিকে দারিদ্র্য ও অনুন্নয়নের সমুদ্রে ঠেলে দিচ্ছে। এসময় বাজওয়া পাকিস্তান সরকারকে নতুন সুরক্ষা নীতি প্রণয়নের কথাও বলেন।

তবে পাকিস্তান সেনাপ্রধানের এমন বক্তব্যে তাৎক্ষণিকভাবে ভারতের কোনো মন্তব্য জানা যায়নি।

সূত্র : আলজাজিরা

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh