• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

মিয়ানমারে বিক্ষোভে গুলিতে নিহত আরও ৯ 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ মার্চ ২০২১, ১৭:৪৩
9 Myanmar protesters shot dead as crackdown triggers exodus from Yangon
ইয়াঙ্গুনে বিক্ষোভের একটি দৃশ্য- এএফপি

জান্তাবিরোধী বিক্ষোভে শুক্রবার নিরাপত্তা বাহিনীর গুলিতে মিয়ানমারে ৯ জন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, অংবানের কেন্দ্রীয় শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শুক্রবার নিরাপত্তা বাহিনী প্রথমে টিয়ার গ্যাস ছোড়ে। পরে বিক্ষোভকারীদের দেওয়া ব্যারিকেড সরাতে তারা গুলি ছুড়তে শুরু করে।

টেলিফোনে এক প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, নিরাপত্তা বাহিনী ব্যারিকেড অপসারণের জন্য এসেছিল। কিন্তু মানুষ তাদের প্রতিহত করলে তারা গুলি ছোড়ে।

অংবানের অন্ত্যেষ্টিক্রিয়া সেবা প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, ঘটনাস্থলেই সাত জন মারা গেছে। হাসপাতালে নিয়ে আসার পর মারা গেছে আরও দু’জন।

এ ব্যাপারে সামরিক জান্তার মুখপাত্র কোনো মন্তব্য করেননি। তবে তিনি জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী তখনই শক্তি প্রয়োগ করে যখন প্রয়োজন হয়।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী প্রতিদিনই সহিংসতার মাত্রা বাড়াচ্ছে। দেশটিতে নিরাপত্তা বাহিনীর গুলি ও নির্যাতনে এ পর্যন্ত তিন শতাধিক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গ্রেফতার হয়ে দুই হাজারেরও বেশি মানুষ।

সূত্র : রয়টার্স

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh