• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কমলার বাড়ির বাইরে শতাধিক রাউন্ড গুলি, রাইফেলসহ গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ মার্চ ২০২১, ১৩:০৮
Armed man arrested near US VP Kamala Harris’s official residence
সংগৃহীত

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সরকারি বাসভবনের কাছে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ওয়াশিংটন পুলিশ। বুধবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পল মুরে নামে ওই ব্যক্তি টেক্সাসের বাসিন্দা বলে জানা গেছে।

গোয়েন্দা বিভাগের কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ বেলা ১২টার দিকে ম্যাসাচুসেটস অ্যাভিনিউয়ের রাস্তায় অভিযান চালায়। সেখান থেকেই মুরেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, মুরে মানসিক ভারসাম্যহীন। এ ঘটনা ঘটানোর আগে নিজের মাকে একটি মেসেজ করেন মুরে। সেখানে মুরে লিখেছিল যে, মার্কিন প্রশাসন তাকে হত্যা করতে চাইছে। নিজের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন তিনি। মুরের গাড়ি থেকে একাধিক বন্দুক ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

এদিকে মুরের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিপজ্জনক অস্ত্র রাখা, বেআইনিভাবে অস্ত্র মজুত এবং বিপুল পরিমাণ গুলি সংগ্রহে রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ বলছে, মুরের কাছ থেকে এআর-১৫ রাইফেল এবং ১১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তিনি কমলার ওপর হামলার পরিকল্পনা করছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘যত জঙ্গি গ্রেপ্তার করেছি, একজনও মাদরাসার ছাত্র নন’
হুন্ডির মাধ্যমে তিন মাসে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৫
ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
টাঙ্গাইলে ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার 
X
Fresh