• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

গোটা কাশ্মিরই ভারতের : সুষমা স্বরাজ

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৬ এপ্রিল ২০১৭, ১২:৩৮

কাশ্মিরের একটি অংশ বেআইনিভাবে দখল করে রেখেছে পাকিস্তান। গোটা ভূখণ্ডই ভারতের অংশ। বুধবার লোকসভায় প্রশ্নোত্তর পর্বে এমনটা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

তিনি বলেন, গোটা পাক-অধিকৃত কাশ্মিরই আমাদের। এ ব্যাপারে লোকসভা এবং রাজ্যসভায় প্রস্তাব পাশ হয়েছে। কেউ যদি মনে করেন যে, বিজেপি সরকার নিজেদের ভূখণ্ডের উপরে অধিকার ছেড়ে দেবে তবে তিনি মারাত্মক ভুল করছেন।

কেবল সংসদের প্রস্তাব নয়, কাশ্মির নিয়ে আমাদের সরকারের নিজস্ব অঙ্গীকার আছে।

এদিকে, ভারত-পাকিস্তানের সমস্যা মেটাতে মধ্যস্থতা করতে মঙ্গলবার আগ্রহ দেখিয়েছে ট্রাম্প প্রশাসন। আমেরিকায় নিযুক্ত পাকিস্তান রাষ্ট্রদূত ইজাজ আহমেদ ওই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।

কিন্তু ভারত জানিয়েছে, পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসে মদদ দেয়ার প্রক্রিয়া বন্ধ করতে আন্তর্জাতিক সংগঠন যদি চাপ দেয় তবে তারা সেটিকে স্বাগত জানাবে।

অন্য দ্বিপাক্ষিক আলোচনা তখনই সম্ভব যখন পরিবেশ সন্ত্রাসমুক্ত হবে।

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh